Exness Zero Spread ট্রেডিং একাউন্ট




 Exness Zero Spread – আপনি হয়ত নিশ্চয়ই জানেন “স্প্রেড” হচ্ছে ব্রোকার এর অর্থ উপার্জনের মাধ্যম। অর্থাৎ, আপনি যেই ব্রোকারে ট্রেড করছেন সেই ব্রোকার এই স্প্রেড থেকেই প্রফিট করে থাকে। এখন এক এক ব্রোকার এর স্প্রেড এর পরিমান হয় এক এক রকমের। আপনার ব্রোকার যদি স্প্রেড বেশী চার্জ করে সেটি আপনার জন্য একটি লস অন্যদিকে কম স্প্রেড এর ট্রেডিং একাউন্ট ট্রেডার এর জন্য অনেক বেশী সহায়ক। অনেকেই আছেন যারা সবচেয়ে কম স্প্রেড এর ব্রোকারে রিয়েল ট্রেড শুরু করতে চান। অনেক ব্রোকারই আজকাল এই সুবিধা প্রদান করে আসছে কিন্তু এক্সনেস ব্রোকারে এই সুবিধা এতদিন পর্যন্ত ছিল না যারা ফলে যারা কম কিংবা “0” স্প্রেড এর ব্রোকারে ট্রেড করতে আগ্রহী থাকতেন তারা এই ব্রোকারে চাইলেও ট্রেড করতেন না।

তবে ব্রোকারের সাথে দীর্ঘ আলোচনা এবং অনুরধ এর প্রেক্ষিতে অবশেষে ব্রোকার তাদের ক্লায়েন্টকে সবচেয়ে কম স্প্রেডে ট্রেড করার সুবিধা প্রদান করছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্রোকার নতুন এক ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করছে যার নাম হচ্ছে Exness Zero Spread একাউন্ট। আজকের আর্টিকেলটিতে এই একাউন্ট এর বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে করে আপনারা এই ট্রেডিং একাউন্ট এর বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে এবং বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক –

স্প্রেড কি?

স্প্রেড সম্পর্কে আপনারা সবাই কম বেশী জানেন। এটি হচ্ছে মুলত আপনি যখন একটি এন্ট্রি গ্রহন করে থাকেন তখন এন্ট্রিটি কিছুটা লসে ওপেন হয়ে থাকে। আশা করছি নিশ্চয় এটি আপনি জানেন। যেই পরিমান লসে পজিশনটি ওপেন হয় সেটিই হচ্ছে স্প্রেড। এই স্প্রেড এর মাধ্যমে মুলত ব্রোকার প্রফিট করে থাকে। অর্থাৎ, আপনার ট্রেড থেকে গৃহীত স্প্রেড এর মাধ্যমেই ব্রোকার এর সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। এক কথায়, এই স্প্রেডই হচ্ছে ব্রোকারের আয়ের উৎস।

এখন ব্রোকারভেদে স্প্রেড এর পরিমান এক এক রকমের হয়ে থাকে। এটির নির্দিষ্ট কোনও সীমারেখা নেই। যেমন আপনি যদি OCTAFX ব্রোকারে ট্রেড করেন তাহলে এদের স্প্রেড থাকে মুলত ১২-১৮ পিপ্স পর্যন্ত অর্থাৎ ১ স্ট্যান্ডার্ড লট পরিমান এন্ট্রি গ্রহন করলে আপনার ট্রেডটি প্রায় ১২-১৫ ডলার লসে শুরু হবে।

সুতরাং, আমরা বলতে পারি স্প্রেড হচ্ছে ট্রেডারদের জন্য লস একদিক থেকে। যেই ব্রোকারে স্প্রেড এর পরিমান বেশী সেই ব্রোকারে লস এর পরিমানও অনেকবেশী। যেহেতু টেড এর পজিশন বেশী লস থেকে শুরু হবে তাই আপনার লসও হবে বেশী।

Exness Zero Spread একাউন্ট এর সুবিধা – 

এখন যদি এরকম হয়, যে ব্রোকারে স্প্রেড এর পরিমান কম অর্থাৎ ধরুন EUR/USD কারেন্সি পেয়ারে ট্রেড করতে গেলেন সেখানে দেখছেন স্প্রেড হচ্ছে 0 পিপ্স অর্থাৎ ১ স্ট্যান্ডার্ড লট এর একটি এন্ট্রি গ্রহন করতে গেলে আপনার এন্ট্রি লস থেকেই শুরু হবে না।

অন্যদিকে আর একটি ব্রোকারে স্প্রেড হচ্ছে ১২ পিপ্স। তাহলে অনুগ্রহ করে একটু ক্যালকুলেট করে দেখুন। কোনটি আপনার জন্য ভালো হবে? আশা করছি উত্তর নিজেই দিতে পারবেন।

যেটির স্প্রেড এর পরিমান কম, সেটি!

অন্যান্য ব্রোকারের এর তুলনায় এই ব্রোকারে স্প্রেড এর শুরু হয় “0” থেকে তবে সেটি মার্কেটে প্রাইস এর মুভমেন্ট এর উপরে পরিবর্তিত হতে থাকবে। তবে ব্রোকার এর তথ্যমতে বেশীরভাগ সময়ে এই স্প্রেড এর পরিমাণ থাকবে 0 এর কাছাকাছি। যেহেতু স্প্রেড কম, সেক্ষেত্রে আপনার ট্রেডটি প্রফিটে আসতেও সময় নিবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়?

Exness Zero Spread এর বিস্তারিত
একাউন্ট এর ধরন
Zero Spread
সর্বনিম্ন ডিপোজিট
$500
সর্বোচ্চ লিভারেজ1:Unlimited
একাউন্ট রেজিস্ট্রেশন লিংক
www.exness.com
কমিশন$3.5/lot
স্প্রেড শুরু0 থেকে
হেজ এবং সোয়াপ ফ্রি ট্রেডিংপ্রযোজ্য
অর্ডার টাইমরিয়েল টাইম মার্কেট

 

Exness Zero Spread সম্পর্কিত প্রশ্ন/উত্তর

  • প্রশ্নঃ আমি ইতিমধ্যেই এই ব্রোকারে রেজিস্ট্রেশন করেছি এখন একাউন্ট এই স্প্রেড একাউন্ট খুলতে পারবো?
    উত্তরঃ অবশ্যই পারবেন। অনুগ্রহ করে আপনার এক্সনেস ক্যাবিনেটে লগইন করে নিন এবং সেখান থেকে একাউন্ট সেকশনে যান। তাহলে এই একাউন্ট রেজিস্টার করার সুবিধা পাবেন। এর জন্য আপনাকে পুনরায় নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে না। বিস্তারিত জানুন ব্রোকারের ওয়েবসাইটে – exness
  • প্রশ্নঃ কমিশন কি ধরনের কাটবে?
    উত্তরঃ আপনি যেকোনো ১ স্ট্যান্ডার্ড লট পরিমান এন্ট্রি পজিশন গ্রহন করলে এর জন্য $3.5 পরিমান কমিশন কাটবে এবং সেটি একবারই কাটবে।
  • প্রশ্নঃ কোনও পজিশন এর বিধি-নিষেধ কি রয়েছে?
    উত্তরঃ না। তবে আপনি একসাথে ২০০ স্ট্যান্ডার্ড লট পরিমান এন্ট্রি গ্রহন করতে পারবেন।
  • প্রশ্নঃ স্কাল্পিং কি করা যাবে?
    উত্তরঃ অবশ্যই করতে পারবেন। Exness Zero Spread একাউন্ট মূলত যারা স্কাল্পিং ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্যই। যেহেতু স্প্রেড এর পরিমান কম সেক্ষেত্রে কম স্প্রেড সবসময়ই আপনার ট্রেড এর জন্য সুবিধা জনক হবে।
  • প্রশ্নঃ অতিরিক্ত বিশেষ কোনও বিধিনিষেধ কি রয়েছে?
    উত্তরঃ না! আপনার বিদ্দমান ট্রেডিং একাউন্টটিতে যেভাবে ট্রেড করছেন ঠিক সেভাবেই ট্রেড করতে পারবেন। সেই সাথে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উত্তলন এর সেবা থাকছেই।

সারমর্মঃ অনেকই আছেন যারা খুব বেশী পরিমাণ এন্ট্রি নিতে আগ্রহী থাকেন অর্থাৎ স্কাল্পিং কিংবা ডে ট্রেডিং যারা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ট্রেডিং একাউন্ট। এর জন্য শর্ত হিসাবে শুধুমাত্র আপনাকে কমপক্ষে $500 এমাউন্ট ডিপোজিট করতে হবে। আর কিছুই না। ব্রোকারের এই ট্রেডিং একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যদি জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের ওয়েবসাইটে দেখুন। লিংক exness