ঘরে বসে আয় করার নতুন দ্বার খুলে দিয়েছে Forex Treading

Freelancing সাইটে দীর্ঘ দিন পরিশ্রম করেও যারা কাজ পাচ্ছেনা তাদের লক্ষ্য করেই আমাদের এই প্রচেষ্টা

এখানে ক্লিক করে একাউন্ট করুন 



কোন প্রকার দক্ষতা ছাড়াই Forex Trading এর মাধ্যমে ইনকাম করা যায়। বিশেষ করে যারা সময় নষ্ট না করে দ্রত
আয় করতে চান তাদের জন্য ফরেক্সট্রেডিং।
ফরেক্সট্রেডিং করার জন্য যা লাগবে।
একটি কম্পিউটার/ল্যাপটপ/নোটবুক এবং ইন্টারনেট।
আমরা যা শিখবো।
১। কিভাবে লাইভ একাউন্ট খুলতে হয় ?
২। কিভাবে ডিপোজিট যোগ করতে হয় ?
৩। কিভাবে বোনাস নিতে হয় ?
৪। কিভাবে ডেমো একাউন্ট খুলতে হয় ?
৫। লিভারেজ কিভাবে নিতেহয় ?
৬। কিভাবে ট্রেড করতে হয় ?
৭। মাস্টার কার্ড কিভাবে নিতে হয় ?
আল্লাহর রহমতে বর্তমান সময়ে সারাবিশ্বটা আপনার কম্পিউটারের (ল্যাপটপ, নোটবুক) মধ্যে। এর ফলে আজকে মানুষ ঘরে বসে তাদের সকল কর্মকান্ড পরিচালনা করছেন। আর আমাদের দেশের লোকদের অনেক টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। কারণ দেশে বসেই বিদেশের চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করা সম্ভব। Forex Trading এটি অনেক নিভর্রশীল এবং ঝুঁকিহীন অর্থ উপার্জন করার প্রতিষ্ঠান। এটি মুদ্রা কেনাবেচার বৃহত্তম বিশ্ববাজার। যদিও ফরেক্স শব্দটি বাংলাদেশে নতুন, তবে শিগগিরই এটি সবার কাছে খুব আকর্ষণীয় হয়ে যাবে। এটি হচ্ছে ফরেন এক্সচেঞ্চ মার্কেট সংক্ষেপে ফরেক্স বা এফএক্স বা কারেন্সি মার্কেট । আমাদের দেশে যেমন শেয়ার মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রয় হয় তেমনি ফরেক্স মার্কেটে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা হয়। পৃথিবীর অন্যতম শেয়ারবাজার হল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্চ কিন্তূ ফরেক্স তার চেয়ে অনেক গুণ বড়। ফরেক্স মার্কেটে প্রতিদিনে প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার এর বেশি লেনদেন হয়। প্রধানত বড় বড় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্রোকারদের মাঝে ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইন্টারনেটেরমাধ্যমে বিশাল এ মার্কেটে অর্থের বিনিময় করা হয়ে থাকে। ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই আপনি চাইলে আপনার সুবিধা মত যেকোনো সময় ট্রেড করতে পারবেন। ফরেক্স মার্কেট জনপ্রিয়হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যে দেশেরমুদ্রা বাই করছেন সেটির দাম বৃদ্ধি পাক অথবা কমে যাক দুই ক্ষেত্রেই আপনি লাভবান হবেন। যে বিষয়টি এই
মার্কেটে সবাইকে আকৃষ্ট করেছে তা হলো কেউ চাইলে নূন্যতম ১ ডলার দিয়ে ট্রেড শুর করতে পারবেণ।আপনার আত্ত বিশ্বাস থাকলে আপনি অনায়াসে নিজেকে এ ব্যবসায় উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারেন। এখানে আছে অনেক ডলার লোন বা লিভারেজ নেওয়ার সুযোগ পরিশেষে আমরা মহান আল্লাহ্-তায়ালার নিকট অনেক শুক্বরিয়া আদায় করছি অবশেষে বাংলাদেশে প্রথম বাংলাভাষায় সবার কাছে Forex Trading
তুলে ধরতে পেরে। অসম্ভব হলেও সত্য Forex Trading এর কল্যাণে পৃথিবীর বড় বড় মিলিয়নারদের সাথেট্রেড করা সুযোগ হয়েছে আমাদের। সল্প বিনিয়োগ হলেওআমরা ট্রেড করছি বড় বড় ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের সাথে।
ট্রেডিংয়ের প্রাথমিক ধারণা
এখানে আপনাকে বিভিন্ন প্রোগ্রামিং জানতে হবে না, তবে এখানেও আপনাকে বুদ্ধির মাধ্যমে এগিয়ে চলতে হবে হবে।
##### # সুধু মনে রাখবেন দাম বাড়তে থাকলে বাই করবেন । দাম কমতে থাকলে সেল করবেন।######
তবে আশা করি আপনারা আমাদের সাথে থাকলে ইনশা-আল্লাহ ফরেক্সট্রেডিং সমন্ধে বুঝতে পারবেন এবং ফরেক্স ফরেক্সট্রেডিং কি তা,শিখতে পারবেন একইসাথে আপনারা নিজ প্রচেষ্টায় ট্রেডিং করতে পারবেন। কারণ এখানে,একেবারে প্রাথমিক পর্যায় থেকে আলাপ-আলোচনা করা হবে। যা একজন মানুষকে বুঝানোবা শিখানোর জন্য যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে বেশিঅর্থ লেনদেন হয় ফরেক্স বাজারে। শেয়ার মার্কেটে দামবাড়লেই লাভ হয় ফরেক্স মার্কেটে মুদ্রার দাম বাড়ুক বা কমুক দুই ক্ষেত্রেই আপনি লাভ করতে পারবেন। ফরেক্সের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করেতুলুন।
সাবধান ফরেক্স ব্যাংক থেকে বৈদেশিক লেনদেনের লাইসেন্সপ্রাপ্ত ডিলার ছাড়া কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করবেন না


আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান ফরেক্সে এর ট্রেনিংএর মাধ্যমে মানুষের সাথে প্রতারিত করছে। এই সকল ট্রেনিং সেন্টারে মানুষকে শেখানোর চেয়ে বেশী ব্যাবসা করে থাকে। এমনকি তারা আপনাকে বিভিন্ন ভাবে লোভ দেখাবে এবং বেশী দামে ডলার কেনারজন্য উৎসাহিত করবে। তাই আপনারা যথা সম্ভব এই ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে দূরে থাকবেন।